ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে বাসের ধাক্কায় ছেলে নিহত, বাবা-মাসহ আহত পাঁচ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
চাঁদপুরে বাসের ধাক্কায় ছেলে নিহত, বাবা-মাসহ আহত পাঁচ  মাঝখানে গোল চিহ্নিত নিহত ফাহিম

চাঁদপুর: চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে আইদি পরিবহনের বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মো. তাহিম হাসান ফাহিম (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন  অটোরিকশার চালক ও নিহত ফাহিমের বাবা-মাসহ পাঁচজন।

 

নিহত ফাহিম এবং আহতরা জেলার হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেনের পরিবারের সদস্য।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কুমারডুগি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় এলাকার মজুমদার বাড়ির বাসিন্দা ও সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেন (৫৫), তার স্ত্রী সীমা বেগম (৪০), মেয়ে মিথিলা আক্তার (১৭), ছেলে মো. হৃদয় (২২) ও তার স্ত্রী সামিয়া আক্তার (১৯)। নিহত কিশোর ফাহিম কাজী মনির হোসেনের ছোট ছেলে।

স্থানীয়রা জানান, কাজী মনির হোসেন নিজ বাড়িতে আসার উদ্দেশ্যে লঞ্চে করে ঢাকা থেকে চাঁদপুরে আসেন। এরপর তিনি চাঁদপুর থেকে অটোরিকশায় করে হাজীগঞ্জে আসছিলেন। পথে সদর উপজেলার কুমরাডুগি এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ সবাই গুরুতর আহত হন। এর মধ্যে আহত ফাহিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এসব তথ্য জানান আহত পরিবারের আত্মীয় হাজীগঞ্জ সরকারি মডেল স্কুলের শিক্ষক জহিরুল ইসলাম মজুমদার। তিনি বলেন, ফাহিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং আহত কাজী মনির হোসেন ও তার স্ত্রী এবং ছেলে হৃদয়কে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। একই সময়ে তার ছেলে হৃদয়ের স্ত্রী সামিয়া ও অটোরিকশা চালককে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সামিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে নিহত ফাহিমের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।