বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ট্রেনে কাটা পড়ে মরিয়ম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার দিগরাজ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম দিগরাজ এলাকার রোকন শেখের মেয়ে।
এদিকে তার মৃত্যুর খবরে রেল ক্রসিংয়ের গেটম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ করে স্থানীয়রা। এতে ঘণ্টা দেড়েক যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়দের দাবি, রেলক্রসিংয়ে গেটম্যান সঠিকভাবে দায়িত্ব পালন করলে এ দুর্ঘটনা ঘটতো না।
প্রত্যক্ষদর্শী হেলাল শেখ জানান, মরিয়ম স্কুল থেকে রেল লাইনের পাশ দিয়ে তার মায়ের সঙ্গে আসছিল। দিগরাজ এলাকায় রেলক্রসিং দিয়ে যাওয়ার সময়, খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মরিয়মের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ট্রেন এলেও গেটম্যান কিন্তু রেলক্রসিংয়ের পিলার নামায়নি। ফলে এ দুর্ঘটনা ঘটেছে। খুলনা-মোংলা রেললাইন চালুর পরে এটাই প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, মৃত্যুর খবরে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এসআরএস