যশোর: যশোরের কেশবপুরে কলাবাগান থেকে কিবরিয়া শেখ (৩০) নামে একজন কৃষকের মরদেহ উদ্ধার হয়েছে।
উপজেলার হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ের পাশের কলাবাগান থেকে বৃহস্পতিবার (১৬) সকালে কিবরিয়া শেখের মরদেহ উদ্ধার হয়।
পরিবারের সদস্যরা জানান, ঘটনাস্থলের পাশে কিবরিয়া শেখের একটি হলুদের ক্ষেত রয়েছে। বুধবার রাতে তিনি ওই ক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন। রাতে আর বাড়িতে ফেরেননি।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মাঠে যেয়ে হলুদ ক্ষেতের পাশের কলাবাগানের মধ্যে কিবরিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা পরিবার ও পুলিশকে খবর দেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে, রহস্য উদঘাটনে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
জেএইচ