ঢাকা: ‘উজবেকিস্তানের চোখে বাংলাদেশ’ শীর্ষক এক আর্ট ক্যাম্পের আয়োজন করেছে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস।
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উজবেকিস্তান আর্ট একাডেমির সহযোগিতায় উজবেকিস্তানের তরুণ চিত্রশিল্পীদের অংশগ্রহণে এই আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস জানায়, তরুণ শিল্পীদের মেধা, মনন ও সৃষ্টিশীলতার প্রশংসা করে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম তরুণ শিল্পীরা তাদের আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে চিত্র কর্মের মাধ্যমে যেভাবে বাংলাদেশের প্রকৃতি ও সৌন্দর্যকে চিত্রায়িত করেছেন তাতে আমরা অভিভূত।
বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক ও সম্প্রীতির প্রতি আলোকপাত করে দুদেশের তরুণ প্রজন্মের মধ্যকার যোগাযোগ ও বোঝাপড়াকে আরো সাবলীল ও নিবিঢ় করার উপর রাষ্ট্রদূত বিশেষ গুরুত্ব আরোপ করেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-জনতা ও তরুণ সমাজের প্রত্যয় ও প্রতিশ্রুতির কথা বর্ণনা করে রাষ্ট্রদূত-দু’দেশের তরুণ প্রজন্মের মধ্যে নিহিত সীমাহীন শক্তি, সাহস ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে উভয় দেশ ক্রমর্ধমান বন্ধুপ্রতিম সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই চেতনায় উদ্বুব্ধ হয়ে উন্নত, সুখী ও সমৃদ্ধশালী সমাজ, দেশ ও পৃথিবী গঠনে তিনি উপস্থিত সকলকে যার যার অবস্থান থেকে আরো বলিষ্ঠ ও কার্যকরী অবদান রাখার আহ্বান জানান।
উজবেকিস্তান আর্ট একাডেমির চেয়ারম্যান আকমল নূর এ উদ্যোগ গ্রহণ করার জন্য বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে চিত্রকলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যে অভিজ্ঞতা ও শিক্ষার্থী বিনিময়সহ বাংলাদেশের চিত্রশিল্পীদের অংশগ্রহণে উভয় পক্ষের সুবিধাজনক সময়ে তাসখন্দে একটি চিত্রকলা প্রদর্শনী আয়োজনের ব্যাপারে তার আগ্রহ ও অভিপ্রায় ব্যক্ত করেন। অনুষ্ঠানে কূটনৈতিকবৃন্দসহ উজবেকিস্তানের চিত্রাংকন ও সংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এছাড়া দূতাবাস প্রাঙ্গণে উজবেকিস্তানের স্বনামধন্য একটি বিদ্যালয়ের (বারকমল আভলড) শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি ‘সৃজনশীল কর্মশালা’ এর আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীদের নানা ধরনের চিত্রাঙ্কন, সঙ্গীত, নৃত্য, মৃৎশিল্ল ও হস্ত শিল্পের নির্মাণশৈলী ও উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১৬,২০২৫
টিআর/এমএম