যশোর: যশোরে বিস্ফোরণে শরিফুল ইসলাম বাবু (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করেছেন।
আহত শরিফুল ও তার পরিবারের দাবি, পটকাবাজি ফোটাতে গিয়ে তা হাতের মধ্যে বিস্ফোরিত হয়। তবে এলাকাবাসী বলছে, বোমা বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে আহত হয়েছেন বাবু।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে জেলা সদর উপজেলার বাউলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শরিফুল বাউলিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। পরিবারের দাবি, তিনি ১৬ জানুয়ারি রাত সাড়ে ৯টার পর গ্রামের চন্টুর বালির গর্তে পটকাবাজি ফোটানোর চেষ্টা করছিলেন। বাজিতে আগুন জ্বালিয়ে তা উপরের দিকে ছুড়ে দেওয়ার আগেই বাবুর হাতের মধ্যে ফুটে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
এলাকাবাসী বলছে, বিষয়টি রহস্যজনক। ওই রাতে তীব্র শীতের মধ্যে কোনো উপলক্ষ্য ছাড়া কেউ পটকাবাজি ফোটাতে যাবে কেন। তাদের দাবি, বাবু বোমা বানানোর সময় তা বিস্ফোরিত হয়েই তিনি আহত হয়েছেন।
বিস্ফোরণের পরপরই এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গিয়ে বাবুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এসআরএস