ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

হাজারীবাগের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, জানুয়ারি ১৭, ২০২৫
হাজারীবাগের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে  ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাজধানীর হাজারীবাগ বাজারের ট্যানারির গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

১২টি ইউনিটের প্রচেষ্টায় শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (গণমাধ্যম) মোহাম্মদ শাহজাহান সিকদার তথ্যটি বাংলানিউজকে জানিয়েছেন।

এর আগে দুপুর ২টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এ বাহিনীর নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি আরও জানান, চারতলা ভবনের চতুর্থ তলায় লেদারের গোডাউনে আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাযায়নি।

আরও পড়ুন
** হাজারীবাগে গোডাউনে আগুন
** হাজারীবাগে উদ্ধার সহায়তায় কাজ করছে বিজিবি

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।