মাদারীপুর: মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের একপর্যায়ে বোমা হামলায় পা উড়ে যাওয়া যুবক শাওন মাতুব্বর (২০) মারা গেছেন।
রোববার (১৯ জানুয়ারি) দিনগত গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রোববার রাত ৯টার দিকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত শাওন মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পূর্ব মাদ্রা গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে। তবে এ ঘটনায় এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের হায়াত ধুলকির সঙ্গে একই এলাকার সজীব হাওলাদারের বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে রোববার রাত ৯টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ককটেলের আঘাতে এতিমখানার পাশে দাঁড়িয়ে থাকা শাওন মাতুব্বর নামে এক যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া সংঘর্ষে আহত হয় আরও ৯ জন। গুরুতর অবস্থায় শাওনকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পরে আশঙ্কাজনক অবস্থায় শাওনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই যুবক।
নিহতের বাবা জাহাঙ্গীর মাতুব্বর বলেন, এলাকায় আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন আমার ছেলের ওপর বোমা নিক্ষেপ করে। এতে আমার ছেলের পায়ের হাঁটুর নিচের মাংসপেশি উড়ে যায়। রাতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এর পর পরই আমার ছেলে মারা যায়। '
মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, শাওন মাতুব্বর মারা যাওয়ার ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। সারারাত একাধিক টিম অভিযান চালিয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ঘটনায় মামলার পরে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
** মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, হাতবোমায় পা উড়ে গেল যুবকের
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরএ