ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় লরির সঙ্গে ধাক্কা লেগে কিশোর বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, জানুয়ারি ২০, ২০২৫
আখাউড়ায় লরির সঙ্গে ধাক্কা লেগে কিশোর বাইকার নিহত প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহাসড়কে লরিকে অতিক্রম করতে গিয়ে এক কিশোর মোটরসাইকেল চালক নিহত হয়েছে।  

সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম হৃদয় মিয়া (১৫)। সে জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মনু মিয়ার ছেলে।

ধরখার ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. জাকির জানায়, হৃদয় দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিল। সড়কের ছতুরা নামক এলাকায় মোটরসাইকেলের গতি বাড়িয়ে একটি লরিকে অতিক্রম করতে গিয়ে পেছনের চাকায় ধাক্কা লেগে ছিটকে পড়েন। এময় ভাগ্যক্রমে মোটরসাইকেলের পেছনে বসা থাকা দুই বন্ধু বেঁচে গেলেও ঘটনাস্থলেই হৃদয় মারা যায়।

তিনি আরও জানান, চালকসহ লরিটি আটক করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।