ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
বরগুনায় অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই 

বরগুনা: বরগুনার আমতলীর গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি বাজারে অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে গেছে। এতে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সেপেক্টর মো. হানিফ বাংলানিউজকে জানান, সোমবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে এর আগেই আগুনে ১৬ টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।  

স্থানীয়দের সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি বাজারে সোমবার রাত দেড়টার সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেল্লালের চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।  

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সরকারি ভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।