পাথরঘাটা (বরগুনা): সৌদি আরবের জুবাইলে সড়ক দুর্ঘটনায় বরগুনার পাথরঘাটার মোহাম্মদ রিপন খান (৪২) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে জুবাইল সাগর পাড়ের খুনানি মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় শিকার হন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের স্থানীয় ব্যবসায়ী পাথরঘাটার আকন মোহাম্মদ বশির।
নিহত মোহাম্মদ রিপন খান বরগুনার পাথরঘাটা বাজারের পুরাতন লেপ-তোশক ব্যবসায়ী মৃত মেনাজ উদ্দিন খলিফার ছোট ছেলে। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়।
রিপনের রুমমেট সৌদি প্রবাসী পাথরঘাটার আক্তারুজ্জামান বলেন, কয়েকদিন ধরে ফজরের নামাজের পর হাঁটতে যেতেন রিপন। ঘটনার আগের রাতে আমরা সবাই একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে আমি কাজে যাওয়ার সময় রিপনকে রুমে দেখতে পাইনি। তখন ভেবেছি সাগর পাড়ে হাঁটতে গেছে। পরে স্থানীয় সময় ১০টার দিকে রিপনের মোবাইল ফোনে কল করলে বলদীয়ার (স্থানীয় প্রশাসন) লোকেরা জানায় রিপন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
নিহতের বড় ভাই মোহাম্মদ লিটন খাঁন বলেন, আমি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে চ্যানেল আইয়ের অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুমের মাধ্যমে রিপনের মৃত্যুর খবর জানতে পারি। রিপন এক কন্যা সন্তানের জনক। রিপনের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সেখানকার লোকদের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছি।
জুবাইল জেনারেল হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক দেলোয়ার হোসেন ও স্থানীয়দের বরাত দিয়ে সৌদি প্রবাসী আকন মোহাম্মদ বশির জানান, রিপনকে চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করা যায়নি। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও জুবাইল জেনারেল হাসপাতালে চিকিৎসকরা রিপনকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। আইনি কার্যক্রম শেষে রিপনের মরদেহ গোসল করিয়ে আমরা প্রবাসীরা জানাজার ব্যবস্থা করবো। পরে মরদেহ সংরক্ষণের জন্য হাসপাতালের হিমঘরে রাখা হবে। পরে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, রিপন ছয় বছর ধরে সৌদি আরব প্রবাসী। গত বছর মায়ের মৃত্যুর খবর শুনে এক মাসের ছুটিতে দেশে এসেছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
আরএ