ঢাকা: আহত হওয়ার পরও জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীকে গ্রেপ্তার করা সেই উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. মেসবাহ উদ্দিনকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এএসআই মেসবাহ উদ্দিনের ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার তুলে দেন।
এ সময় তিনি এএসআই মেসবাহ উদ্দিনের সাহসিকতাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, গত বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ভাটারার জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়ে নিজ জীবনের ঝুঁকি নিয়ে ভাটারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারী মো. মোবারক হোসেন নাফিজকে গ্রেপ্তার করেন এএসআই মো. মেসবাহ উদ্দিন।
বাংলাদেশ সময়: ০৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এসসি/এসএএইচ