ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে পাইপগান ও ককটেলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
শ্যামনগরে পাইপগান ও ককটেলসহ আটক ২ অস্ত্রসহ আটকরা

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা থেকে দুটি একনালা পাইপ গান, দুটি তাজা ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে গাবুরার গাংড়ামারি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার গাবুরা ইউনিয়নের গাংড়ামারী এলাকার মৃত আসাদুল্লাহ আল গালিবের ছেলে মো. মাসুম বিল্লাহ (৪৫) ও একই এলাকার সাত্তার খাঁর ছেলে মো. শফিউল্লাহ খাঁ (৩০)। তারা দুজন সন্ত্রাসী বলে দাবি কোস্টগার্ডের।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাংড়ামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে দুইটি অবৈধ দেশীয় একনালা পাইপগান, দুইটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক দুজনকে জব্দকৃত অস্ত্রসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংরাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।