ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আইন উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
আইন উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের আন্দোলন

ঢাকা: আগামী মার্চে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তার আশ্বাসের প্রেক্ষিতে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীরা আন্দোলন স্থগিত করেছেন।

 

আইন উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে বুধবার (২২ জানুয়ারি) বিকেলে প্রবাসী কল্যাণ ভবনের সামনে আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইনুদ্দিন বাবু এমনটি জানান।  

তিনি বলেন, আইন উপদেষ্টা আমাদের বলেছেন যাদের ম্যানপাওয়ার ও ই-ভিসা আছে তাদের পর্যায়ক্রমে আগামী মার্চের শেষের দিকে মালয়েশিয়ায় পাঠানো হবে।  

বাবু আরও বলেন, যাদের ই-ভিসা কিংবা ম্যানপাওয়ার হয়নি, উপদেষ্টা তাদের এজেন্সি থেকে টাকা ও পাসপোর্ট নিয়ে নেওয়ার জন্য বলেছেন। তাদের পর্যায়ক্রমে অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। তিনি আমাদের বলেছেন, তাদের ওপর আশ্বাস রাখার জন্য।

তিনি বলেন, আমরা যদি মালয়েশিয়া নাও যেতে পারি, তাহলে অন্য কোনো দেশে প্রবাসী পাঠানো হলে সবার আগে আমাদের পাঠাবেন। আমরা মনে করছি, কথা ও কাজে আমরা মিল পাব। আশ্বাস পেয়ে আমরা আন্দোলন স্থগিত করে ঘরে ফিরে যাচ্ছি।  

বাবু আরও বলেন, যাদের ই-ভিসা কিংবা ম্যানপাওয়ার কোনোটিই হয়নি তারা এজেন্সির কাছ থেকে টাকা ও পাসপোর্ট নিয়ে নেবেন। যদি তারা টাকা ও পাসপোর্ট না দেয়, তাহলে আপনারা থানা পুলিশের পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নেবেন।  

আন্দোলনকারীরা তাদের আন্দোলন স্থগিত করে যাওয়ার আগে আরেকটি ঘোষণা দিয়ে যান। সরকার আশ্বাস অনুযায়ী কথা না রাখে, তাহলে তারা আবারও রাস্তায় নামবেন এবং তীব্র আন্দোলন করবেন।

সকালে চার দফা দাবি নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীরা। বেলা ১১টার পর পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মন্ত্রণালয় অভিমুখে রওনা দেন, পরে অবস্থান কর্মসূচি শুরু করেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।