ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, জানুয়ারি ২৩, ২০২৫
মাগুরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর প্রতীকী ছবি

মাগুরা: মাগুরা সদর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত লাটা গাড়ির (থ্রি-হুইলার) সঙ্গে সংঘর্ষে জিৎ ঘোষ (১৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কুল্লিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিৎ একই উপজেলার কুচিয়ামোড়া গ্রামের অনুজ ঘোষের ছেলে। আহত ব্যক্তি একই গ্রামের বিপুল কুমার রায়ের ছেলে বর্ষণ রায় (২২)।

স্থানীয়রা জানান, ইট বোঝাই করে লাটা গাড়ি বুনাগাতি যাচ্ছিল। পথে কুল্লিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুজন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জিৎকে জরুরি বিভাগের ডাক্তার অনুপম দাস মৃত ষোষণা করেন। আহত অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।