ফেনী: জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ফেনীতে ‘জুলাই ২৪’ শহীদ চত্বর তৈরি করা হচ্ছে। শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় একরাম চত্বরকে শহীদ চত্বর হিসেবে নামকরণ করে পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ও পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন ও আন্দোলনে নিহত শহীদ শ্রাবণের বাবা নেছার আহমেদ।
জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে মহিপালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে ৯ জন প্রাণ হারান। মূলত সেদিন নিহত শহীদদের স্মরণে এ চত্বর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে খরচ হবে প্রায় ২৬ লাখ টাকা।
ছাত্র প্রতিনিধি সোহরাব হোসেন বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো ফেনীতে ‘জুলাই ২৪’ শহীদ চত্বর তৈরি করা হচ্ছে। এটির কাজ শেষ হওয়ার পর ফেনীর মহিপাল জিরো পয়েন্টে শহীদদের স্মরণে আরেকটি চত্বর ও পরশুরাম উপজেলায় শহীদ কাউসারের নামে একটি চত্বর তৈরির পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ফেনীর মাটিতে ছাত্র-জনতার আন্দোলনে গৌরবের ইতিহাস রয়েছে। গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ন্যাক্কারজনকভাবে ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটে। শহীদদের স্মৃতিকে অমর করে রাখতে জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে ফেনী পৌরসভার তত্ত্বাবধানে দেশে প্রথমবারের মতো শহীদদের স্মৃতিরক্ষার্থে একটি চত্বর তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়িত হবে।
এ সময় স্থপতি মোশারফ হোসেন সাগর, ছাত্র প্রতিনিধি সোহরাব হোসেন, আরমান হোসেন রাফি, সালাউদ্দিন শাওন ও সাব্বির উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এসএইচডি/জেএইচ