ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

৭ মামলার আসামি ‘ব্রিফকেস হান্নান’ গ্রেপ্তার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
৭ মামলার আসামি ‘ব্রিফকেস হান্নান’ গ্রেপ্তার 

ঢাকা: রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ৯ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে সাতটি মামলার আসামি মো. হান্নান ওরফে ব্রিফকেস হান্নান ওরফে রবিন ওরফে হান্নু ওরফে রফিকুল ওরফে মান্নান ওরফে পিন্টু (৫৮) -কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

গতকাল বুধবার (২২ জানুয়ারি) মতিঝিল বাণিজ্যিক এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, জনৈক মিজানুর রহমান শাপলা চত্বরের এলিট এভিয়েশনের অফিস থেকে ৯ লাখ টাকা একটি ব্যাগে নিয়ে পার্শ্ববর্তী ইস্টার্ন ব্যাংক শাখায় জমা দেওয়ার জন্য হেঁটে রওনা করেন। তিনি মতিঝিল আইএফসি ইসলামী ব্যাংক শাখার সামনে পৌঁছলে আগে থেকেই ওৎ পেতে থাকা দুই ছিনতাইকারী তার কাঁধের ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ছিনতাইকারীদের মধ্যে একজন ছিলেন ব্রিফকেস হান্নান। এ সময় তার চিৎকার শুনে মতিঝিল থানার টহলরত পুলিশ দ্রুত এগিয়ে এলে ছিনতাইকারী দুইজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। টহল পুলিশ তাদেরকে ধাওয়া করে মতিঝিলের টয়েনবী সার্কুলার রোডের হোটেল ডি-বাদশা অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর হান্নানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় অপর ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার হান্নানসহ পলাতক সহযোগীর বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় ছিনতাইয়ের একটি মামলা রুজু করা হয়েছে।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার হান্নানের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর, গেন্ডারিয়া, কোতোয়ালি ও পল্টন থানাসহ জামালপুর ও ঢাকার কেরানীগঞ্জে ছিনতাই, চুরি, অস্ত্র ও মাদকের সাতটি মামলা রয়েছে। হান্নানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও পলাতক ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।