মেহেরপুর: মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় নিজ বাড়ি থেকে অস্ত্র-মাদকসহ ইমরান হেলালি প্রিন্স (৩৬) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
শনিবার (২৫ জানুয়ারি) মধ্যরাত পৌনে ৩টা থেকে রোববার (২৬ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাকে আটক করা হয়।
আটক প্রিন্স মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নকিব হেলালি মুকুলের ছেলে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহরাব হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল জেলা শহরের বড় বাজারে প্রিন্সের বাড়িতে অভিযান চালান। এ সময় সেখান থেকে একটি একে-৪৭ রাইফেল, ৩৭টি ইয়াবা ট্যাবলেট, একটি গাঁজা মিক্সড রিফ্লিন্ডার মেশিন, দুটি স্মার্টফোন ও তিনটি দেশীয় ছুরিসহ প্রিন্সকে আটক করা হয়। জব্দ অস্ত্র ও আটক প্রিন্সকে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক প্রিন্সের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রাইফেলের ক্ষেত্রে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে অস্ত্রটি জব্দ দেখানো হয়েছে। জব্দ অস্ত্রটি যেহেতু একে-৪৭ মডেলের একটি রাইফেল, তাই এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এসআরএস