নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতির সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) নারায়ণগঞ্জের আদালতে দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় রিমান্ডের আবেদন করলে আদালত এ রিমান্ড মঞ্জুর করেছেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় তিন দিন ও দুদিনের এবং নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় দুদিন রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে ঢাকা থেকে মতি ও তার ছেলে বাবইকে ১৩ জানুয়ারি ভোরে গ্রেপ্তার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এমআরপি/এসআইএস