ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

শিশু সাজিদের মৃত্যুর বিচার চেয়ে রামপুরা সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, জানুয়ারি ২৯, ২০২৫
শিশু সাজিদের মৃত্যুর বিচার চেয়ে রামপুরা সড়ক অবরোধ রামপুরায় মোটরসাইকেল মালিক সমিতির লোকজনদের সড়ক অবরোধ

ঢাকা: রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় সাজিদ শেখ (১৪) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে রামপুরা সড়ক অবরোধ করা হয়েছে। রামপুরা মোটরসাইকেল মালিক সমিতির পক্ষ থেকে এ হত্যার বিচার চেয়ে সড়কে অবস্থান নিয়েছেন শ্রমিকরা।

 

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রামপুরা ডিআইটি রোড পলাশবাগের সামনে দুই পাশের সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত সাজিদ তিন কন্যা অটো সেন্টারের মোটরসাইকেল মেকানিক ছিল।

জানা যায়, গত ২৫ জানুয়ারি শিশু সাজিদ কর্মস্থলের সামনেই রাস্তা পারাপারের সময় রমজান পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়।

নিহত সাজিদের বাবা রিকশাচালক নুর মোহাম্মদ ও তার মা সড়ক অবরোধের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

নিহত সাজিদের বাবা নূর মোহাম্মদ বলেন, আমি কিছুই চাই না। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।  

ঘটনাস্থলে দায়িত্বরত সার্জেন্ট আশরাফ জানান, কয়েকদিন আগে বাসচাপায় এক শিশুর মৃত্যুর বিচার চেয়ে লোকজন সড়ক অবরোধ করে রেখেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অবরোধ চলমান। সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।