ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

ট্রাম্পের ‘বিজনেস পার্টনার’ জেনট্রি বিচ ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, জানুয়ারি ৩০, ২০২৫
ট্রাম্পের ‘বিজনেস পার্টনার’ জেনট্রি বিচ ঢাকায়

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক অংশীদার (বিজনেস পার্টনার) হিসেবে পরিচিত জেনট্রি বিচ বাংলাদেশে এসেছেন।  

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ব্যক্তিগত উড়োজাহাজে তিনি পাকিস্তান থেকে ঢাকায় আসেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জেনট্রি বিচ একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন। এই সফরে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

এদিন দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

জেনট্রি বিচ বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের বিনিয়োগ করে থাকেন। তার বাংলাদেশের এই সফরেও বড় বিনিয়োগের আশা করা হচ্ছে।

একদিনের সংক্ষিপ্ত সফর শেষে বৃহস্পতিবার রাতে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।