ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৩ ছিনতাইকারীকে চাপাতি ও চাকুসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-মো. ইসলাম সাইদুল (২৩), মো. সাগর (২৪) ও মো. ইমাম হোসেন (২১)। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ১টি চাপাতি ও ২টি চাকু জব্দ করো হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার মো. ইসলাম সাইদুলের নামে বিভিন্ন থানায় ৪টি ছিনতাই মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৫
এমএমআই/জেএইচ
বাংলাদেশ সময়: ৯:২৭ এএম, জানুয়ারি ৩১, ২০২৫ /