ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

সালথায় ব্যবসায়ীকে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, ফেব্রুয়ারি ১, ২০২৫
সালথায় ব্যবসায়ীকে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি  আহত ব্যবসায়ী

ফরিদপুর: ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আতিক মৃধা (৩০) নামে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আতিককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতিক মেম্বার গট্টি এলাকার মুন্নু মৃধার ছেলে বলে জানা যায়।  

এলাকাবাসী সূত্র জানায়, সালথা বাজারে নসিমন তৈরিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরি ও বিক্রির দোকান রয়েছে আতিকের। আতিক শুক্রবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে দরগাগট্টি এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে হাতুড়িপেটা করে। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বাংলানিউজকে বলেন, 'খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জমি সংক্রান্ত বিরোধে তাকে হাতুড়িপেটা করা হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।