ঢাকা, শনিবার, ১৯ মাঘ ১৪৩১, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১ শাবান ১৪৪৬

জাতীয়

আদাবরে যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
আদাবরে যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি

ঢাকা: রাজধানীর আদাবরে বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে সুমন শেখ নামে যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেপ্তাররা হলেন- মো. আলমগীর (২৬), শাহজাহান (৩৩), তরিকুল ইসলাম (১৯) ও মো. রাহাত হোসেন (১৮)।

শনিবার (১ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গত ৩০ জানুযারি  রাজধানীর আদাবরের ১০ নাম্বার বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে সুমন শেখ নামে এক যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে, এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে ডিবি। গতকাল রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ ঘটনায় সরাসরি সম্পৃক্ত একজন এবং ওই গ্রুপের আরও তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।