ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সেনবাগ থানার গোলঘরে মারামারি-ভাঙচুর, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
সেনবাগ থানার গোলঘরে মারামারি-ভাঙচুর, আটক ৬

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ থানার গোলঘরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে সালিশ বৈঠকে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সেনবাগ থানার গোলঘরে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক পুলিশ উভয়পক্ষের ছয়জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. আবু তালেবের সঙ্গে তার চাচাতো ভাইদের পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। বিবাদমান দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার বিকেলে সেনবাগ থানা গোলঘরে সালিশি বৈঠকে বসেন দায়িত্বপ্রাপ্ত থানার একজন কর্মকর্তা। বৈঠকে ‍উভয়পক্ষের সালিসদারেরাও উপস্থিত ছিলেন। একপর্যায়ে সন্ধ্যার দিকে সালিশ বৈঠক চলাকালে বিবাদমান দুই পক্ষ বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষের সঙ্গে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। ওই সময় তারা থানার গোলাঘরের কাচ ভাঙচুর করেন।

জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক জানান, মারামারি না ধাক্কাধাক্কির সময় গ্লাস ভাঙচুর হয়েছে। সামান্য বিষয়। তবে এ ঘটনায় উভয়পক্ষের ছয়জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।