ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল হত্যার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল হত্যার ঘটনায় মামলা তৌহিদুল ইসলাম

কুমিল্লা: কুমিল্লায় যৌথ বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার পর তৌহিদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যুর ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী ইয়াসমিন নাহার। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।  

ওসি মহিনুল জানান, মঙ্গলবার রাতে নিহত তৌহিদুল ইসলামের স্ত্রী ইয়াসমিন নাহার ছয়জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দাখিল করেন। এছাড়া অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।  বুধবার অভিযোগটি মামলা হিসেবে আমলে নেওয়া হয়।  
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন-সদর উপজেলার পান্ডানগর এলাকার মো. সাইফুল ইসলাম, ইটাল্লা এলাকার তানজিল উদ্দিন, নাজমুল হাসান টিটু, খায়রুল হাসান মাহফুজ, সাইদুল ইসলাম সবুজ এবং বামইল এলাকার সোহেল।  

মামলার এজাহারে তৌহিদুলের স্ত্রী ইয়াসমিন নাহার উল্লেখ করেন, জমিজমা বিরোধের জেরে আসামিদের যোগসাজশে তৌহিদুলকে হত্যা করা হয়েছে। এর আগে গত সোমবার রাতে তৌহিদুলের পরিবারের সঙ্গে দেখা করে ন্যায় বিচারের বিষয়ে তাদের আশ্বস্ত করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। সেনাবাহিনীর প্রতিশ্রুতিতে আশ্বস্ত বলে জানায় তৌহিদুলের পরিবার।  

উল্লেখ্য, কুমিল্লায় যৌথবাহিনী পরিচয়ে পাঁচথুবীর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া তৌহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবদল নেতাকে আহত অবস্থায় ৩১ জানুয়ারি দুপুরে গোমতীর বেড়িবাঁধ থেকে উদ্ধার করে পুলিশ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় যৌথ বাহিনীর ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়।

ঘটনাটি তদন্তে সেনাবাহিনীর একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন ও তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের সেনা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

** যৌথবাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে মিলল যুবদল নেতার মরদেহ

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।