নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে মুজিব কর্নারে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষুব্ধ জনতা ডিসি অফিসে এ ভাঙচুর চালায়।
সকালে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেয় জনতা৷ পরবর্তীতে ডিসি অফিসে বঙ্গবন্ধু কর্নারে ঢুকে ভাঙচুর চালান তারা।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, এ প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি ২৪-এর গণ-আন্দোলনের চেতনাকে কলুষিত করে। আমাদের শহরে এর কোনো জায়গা নেই। ভবিষ্যতে যেকোনো স্বৈরাচারের প্রতীক এভাবেই গুঁড়িয়ে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
এমআরপি/জেএইচ