ঢাকা: গণহত্যার বিচার এবং সরকারি স্বীকৃতি চেয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে কথা বলতে এসেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তারা শাহবাগ অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৪টার পর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে আসেন সারজিস। তাদের সঙ্গে কথা বলছেন তিনি।
এর আগে শহীদদের স্বজনেরা বলেন, অন্তর্বর্তী সরকার বিচারের নামে টালবাহানা করছে। সরকারের ছয় মাস পূর্ণ হলেও বিচারের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
এ সময় শেখ হাসিনার ফাঁসির দাবি করে শহীদদের স্বজনেরা বলেন, আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে দ্রুত। আওয়ামী লীগের রাজনীতি অবৈধ ঘোষণা করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
আরকেআর/আরএইচ