ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রোববার শহীদ পরিবারের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
রোববার শহীদ পরিবারের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা: শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে রোববার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করবেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম নজরুল ইসলাম আন্দোলনরত শহীদ পরিবারের স্বজনদের এ কথা জানান।

তিনি বলেন, রোববার শহীদ পরিবারের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

এ সময় আন্দোলকারীরা তার বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, সাত মাস ধরে আমরা দ্বারে দ্বারে ঘুরেছি। ছয় থেকে সাত মাস হয়ে গেল দৃশ্যমান কোনো বিচারও হয় নাই।  প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আমরা পাঁচ ঘণ্টা অবস্থান করেছি, তিনি আমাদের এক্সেস দেয় নাই। যেখানে লিবিয়া এক মাসে ৩০ জনের ফাঁসির রায় দিতে পারে, সেখানে সাত মাসে সরকার কোনো পদক্ষেপ নিতে পারে নাই।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জুলাই অভ্যুত্থানে প্রতিটি হত্যার বিচার এবং শহীদ পরিবারের পুনর্বাসনের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগ মোড়ে তারা বিক্ষোভ করছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।