ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সাদিকের মায়ের নামে নির্মিত পার্ক-বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
সাদিকের মায়ের নামে নির্মিত পার্ক-বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

বরিশাল: নগর আওয়ামী লীগের প্রভাবশালী সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের নামে নির্মিত পার্ক অপসারণের লক্ষ্যে ভাঙচুর চালিয়েছে ছাত্র সমাজ। একইসময়ে বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালেও ভাঙচুর চালানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর উপস্থিতিতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ভাঙচুরে অংশগ্রহণ করে। তবে এ সময় আশপাশে কোথাও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

শিক্ষার্থীরা জানিয়েছে, জনগণের টাকা আর রাষ্ট্রের টাকা একই জিনিস। কিন্তু জনগণের সেই টাকা ব্যয় করার আগে একবারও মতামত নেওয়া হয় না। বরিশাল নগরের চৌমাথা এলাকায় জনগণের আপত্তির মুখে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মহাসড়ক ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের জায়গা দখল করে একটি পার্ক নির্মাণ করেন। রাষ্ট্র বা জনগণের টাকা ব্যয় করে নির্মিত সেই পার্কের নাম দেয় তার মায়ের নামে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, এই পার্কের কারণে বরিশাল-ঢাকা মহাসড়ক সরু হয়ে গেছে। ফলে তীব্র যানজট সৃষ্টির পাশাপাশি প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে। তাই আমরা এটিকে এখান থেকে অপসারণের কথা বিভিন্ন দপ্তরকে বলে আসছি কিন্তু তারা তাতে ভ্রূক্ষেপ করেননি। আজ তাই ছাত্র সমাজ উদ্যোগ নিয়ে বিকেল ৪টা থেকে পার্কটির বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে এটি অপসারণের উদ্যোগ নিয়েছে।

শিক্ষার্থী ছাব্বির হোসেন বলেন, আমরা চাই এই পার্ক অপসারণ হয়ে সড়কটি প্রশস্ত হোক এবং মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাভাবিক হোক।

এদিকে শিক্ষার্থীদের এ উদ্যোগে সাধুবাদ জানিয়ে স্থানীয়রাও ভাঙচুরে শামিল হন। বিকেল ৩টার দিকে বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গণে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে শিক্ষার্থীরা। যদিও ৫ আগস্টের ভাঙচুরে ঘটনায় ম্যুরালের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। এখানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার সরকারের কোনো নিদর্শন বাংলার মাটিতে রাখা হবে না। আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত ছাত্রসমাজের নতুন এ কর্মসূচি চলমান থাকবে।

এর আগে বুধবার রাতে নগর আওয়ামী লীগের প্রভাবশালী সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কালিবাড়ি রোডের বাসভবন ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বগুড়া রোডের বাসভবনের সামনের অংশ সীমানা প্রাচীর বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।