ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে দেশজুড়ে ‘বুলডোজার কর্মসূচি’ চলছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে খুলনার এক সময়ের ক্ষমতার কেন্দ্রবিন্দু ‘শেখ বাড়ি’ গুড়িয়ে দিয়ে শুরু হয় এ কর্মসূচি।
এরপর থেকে ওবায়দুল কাদের, আমির হোসেন আমুর মতো আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ চলে। বুলডোজার কর্মসূচি ছড়িয়ে পড়ে সারা দেশে। এরইমধ্যে বহু আওয়ামী লীগের নেতার বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। গত দুদিন ধরে ‘বুলডোজার কর্মসূচি’র নামে এসব হামলা-ভাঙচুর চলমান রয়েছে।
এমন পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে মিজানুর রহমান আজহারী এক পোস্টে লিখেছেন, ‘মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। Let’s rebuild our nation’।
পোস্টের কমেন্টেই তিনি আরও লিখেছেন, ‘এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে— প্লিজ, এবার শান্ত হোন!’
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
এসএএইচ