পঞ্চগড়: মাঘের শেষ সময়ে এসে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশা কম থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে শীত।
এদিকে গত কয়েকদিনে এ জেলার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে জানান, রাতে ও সকালে তাপমাত্রা কমে গেলেও বাড়ছে দিনের তাপমাত্রা। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, আবহাওয়ার এমন বিরূপ প্রভাবে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এতে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
আরবি