ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে হামলার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
গাজীপুরে হামলার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

গাজীপুর: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠ চত্বরে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা জানায়, অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্যের জের ধরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতারা মসজিদের মাইকে ‘ডাকাত-ডাকাত’ বলে মাইকিং করে। এ সময় বিক্ষুব্ধ জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কমপক্ষে ১৪ জন ছাত্র আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠ চত্বরে বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। মিছিলে এ সময় ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দুপুর দেড়টার দিকে রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে। এতে যোগ দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন>>

>>> গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।