ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ মারা গেছেন বিচারপতি আব্দুর রউফ

ঢাকা: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি মো. আব্দুর রউফ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।  তার বয়স হয়েছিল ৯২ বছর।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার একান্ত সহকারী মো. তাওহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তাওহিদুল বলেন, প্রায় দুই মাস ধরেই স্যার হাসপাতালে ভর্তি ছিলেন। তবে আগে অন্য হাসপাতালে থাকলেও সকালে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।  

দাফনের বিষয়ে সিদ্ধান্ত তার পরিবার পরবর্তীতে নেবে।

বিচারপতি মো. আব্দুর রউফ পঞ্চম সিইসি হিসেবে ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার সময়ে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন হয়। এ নির্বাচনে বিএনপি ১৪০ এবং আওয়ামী লীগ ৮৮ আসন পায়।

নির্বাচনে ব্যাপক প্রশংসা পেলেও ১৯৯৪ সালে মাগুরার উপ-নির্বাচন নিয়ে আলোচনা তৈরি হয়। পরে মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই সিইসির পদ ছেড়ে আদালতে ফিরে যান বিচারপতি মো. আব্দুর রউফ।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।