ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৭৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৭৫

গাজীপুর: গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে ৭৫ জনকে আটক করা হয়েছে। আটক সবাই আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থক।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর জেলা ও মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে ওই ৭৫ জনকে আটক করা হয়েছে।  

পুলিশ জানায়, গাজীপুর জেলা ও মেট্রোপলিটন এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযান চালানো হয়। এই অভিযানে গাজীপুর জেলা পুলিশ ৪০ জনকে আটক করে। এদিকে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে ৩৫ জনকে আটক করা হয়েছে। আটক সবাই আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থক।  

গাজীপুর মেট্রোপলিটনের উপ-কমিশনার (ডিসি ক্রাইম-উত্তর) রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে ৩৫ জনকে আটক করা হয়েছে। আটক সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।  

এদিকে গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক জানান, গাজীপুর জেলা পুলিশের অভিযানে ৫টি থানা এলাকা থেকে ৪০ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
আরএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।