কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও পিস্তল ঠেকিয়ে স্বর্ণের দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে একদল ডাকাত।
শনিবার (৮ ফেব্রুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলা মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলার প্রীতি জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় প্রীতি জুয়েলার্সসহ আশপাশের দোকানগুলোতে ক্রেতারা জুয়েলারি দেখছিলেন। এসময় একই মার্কেটের দোতালায় মসজিদে এশার নামাজ চলছিল। হঠাৎ পৌনে ৮টার দিকে পাঁচ-সাতজনের একটি ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পিস্তল নিয়ে প্রীতি জুয়েলার্সে ঢুকে সবাইকে জিম্মি করে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
এসময় পাশের বিসমিল্লাহ টেলিকমের মোশারফ হোসেন ডাকাত ডাকাত বলে চিৎকার করায় তাকে গুলি করে ডাকাতরা।
ব্যবসায়ী রবিউল হোসেন মিলন বলেন, এশার নামাজের শেষ পর্যায়ে ককটেল ও গুলির আওয়াজ শুনতে পাই। পরে বেরিয়ে দেখি মসজিদ মার্কেটের নিচতলার প্রীত জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে।
প্রীতি জুয়েলার্সের স্বত্বাধিকারী রবীন্দ্র দত্ত বলেন, ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিল। রাত ৮টার দিকে একদল ডাকাত ককটেল ফাটিয়ে ও পিস্তল ঠেকিয়ে সবাইকে জিম্মি করে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরে ব্যবসায়ীরা সন্দেহভাজন এক ডাকাতকে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়। এছাড়া একটি মাইক্রোবাসও উদ্ধার করে পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, এ ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
এসআই