ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শিবচরে হত্যা মামলার ২ জনসহ সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, ফেব্রুয়ারি ৯, ২০২৫
শিবচরে হত্যা মামলার ২ জনসহ সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে ভ্যানচালক মিজান গাজী (২০) হত্যার ঘটনায় দুই আসামি ও সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (৮ জানুয়ারি) উপজেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের এদিন বিকেলে মাদারীপুর আদালতে পাঠিয়ে পুলিশ।

শিবচর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন মিজান। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর মোড় সংলগ্ন ইটের ভাটার পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ভ্যান ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় উপজেলার কেরানিবাট এলাকার নবী নূর বেপারীর ছেলে আরিয়ান আহমেদ স্বাধীন (২৪) ও মামুন মিনার ছেলে আল-আমিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে শিবচর থানা পুলিশ।  

গ্রেপ্তাররা হলেন- উপজেলার মুন্সীকাদিরপুর এলাকার শামসুল হকের ছেলে মো. খোকন মিয়া, লতিফ বেপারীকান্দি এলাকার জালাল উদ্দিন মাদবরের ছেলে জাকির মাদবর, কুতুবপুর এলাকার তোতা মুন্সীর ছেলে বাবুল মুন্সী ও বাখরেরকান্দি এলাকার আকবর আলি বেপারীর ছেলে মো. হানিফ বেপারী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, সম্প্রতি হত্যাসহ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে হত্যা মামলার দুজনসহ অন্যান্য মামলার সাজাপ্রাপ্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ