ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

৪৫০ টাকার জন্য খুন হন ভ্যানচালক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
৪৫০ টাকার জন্য খুন হন ভ্যানচালক! প্রেস ব্রিফিং করছেন সহকারী পুলিশ সুপার আজমির হোসেন

মাদারীপুর: মাত্র ৪৫০ টাকার জন্য মাদারীপুর জেলার শিবচরে ভ্যানচালক মিজান গাজীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচর থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমেরী হোসেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের একটি ইটের ভাটা সংলগ্ন ভুট্টা ক্ষেত থেকে মিজান গাজী (২০) নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে শিবচর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের মা মলিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।  

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আজমির হোসেন এবং শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের নেতৃত্বে শুরু হয় মামলাটির রহস্য উদঘাটন।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমির হোসেন বলেন, নিহতের মা মলিনা বেগম বাদী হয়ে আরিয়ান আহমেদ স্বাধীন ব্যাপারী ও আল আমিনসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করলে আমরা আরিয়ান ও আল আমিনকে গ্রেপ্তার করি। পরে তাদের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে জড়িত হান্নান নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

প্রেসব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার আজমির হোসেন বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রোববার ঘটনার সঙ্গে জড়িত উপজেলার শিকদার হাট এলাকার হুমায়ুন শিকদারের ছেলে মো. হান্নান শিকদারকে (২৬) গ্রেপ্তার করা হয়।

আরিয়ান আহমেদ স্বাধীন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন। মিজানের ভ্যান তারা ব্যবহার করতেন। সেই সুবাদে স্বাধীনের কাছে ৪৫০ টাকা পেতেন মিজান। বেশ কিছুদিন ধরে টাকা চেয়েও না পেয়ে স্বাধীনের সঙ্গে কিছুটা বাগ-বিতণ্ডা হয় মিজানের। মূলত টাকা না দিতে এবং এর প্রতিশোধ নিতেই ভ্যানচালককে হত্যা করেন তারা।

সহকারী পুলিশ সুপার আরও বলেন, হান্নান পেশায় একজন ইটভাঙা শ্রমিক এবং মাদকাসক্ত। অন্যান্য আসামিদের প্ররোচনায় মাত্র দুই হাজার টাকার বিনিময়ে হান্নান অন্যান্যদের সহায়তায় নৃশংসভাবে খুন করেন ভ্যানচালক মিজানকে। ঘটনার দিন ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার পর হান্নানসহ অন্যান্য আসামিরা মিজানকে তার অটোভ্যানসহ ৫০০ টাকায় ভাড়া করে ঘটনাস্থলে নিয়ে যান। শিবচর থানার কাদিরপুর ইউনিয়নের দেলোয়ারের ইটভাটার অদূরে সামাদ মৃধার ভুট্টা ক্ষেতের আড়ালে নিয়ে প্রথমে চড়-থাপ্পড় মারেন চারজন মিলে। তারপর আসামিদের সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন মিজানকে। একপর্যায়ে মিজান মাটিতে লুটিয়ে পড়লে গলায় ছুরি চালান আসামি হান্নান।  

সোমবার আসামি হান্নান শিকদারকে আদালতে সোপর্দ করা হলে ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দেন বলে জানান এএসপি আজমির হোসেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।