ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সিঙ্গাপুর থেকে আসবে ২৬৫ কোটি টাকার নন বাসমতী চাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
সিঙ্গাপুর থেকে আসবে ২৬৫ কোটি টাকার নন বাসমতী চাল

ঢাকা: সিঙ্গাপুর থেকে ২৬৫ কোটি ২০ লাখ টাকায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতী চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

 

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৭ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতী সেদ্ধ চাল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। সিঙ্গাপুরের মেসার্স অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে এ চাল কিনতে ব্যয় হবে ২৬৫ কোটি ২০ লাখ ৯৭ হাজার টাকা (সিডি ভ্যাট ব্যতীত)। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৪৩৪ দশমিক ৭৭ মার্কিন ডলার।

এর আগে গত ১৬ জানুয়ারি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল ও ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতী সেদ্ধ চাল কেনার অনুমোদন দেওয়া হয়। এই দুই দেশ থেকে দুই ধরনের চাল আনতে মোট খরচ হবে ৫৮১ কোটি ৪১ লাখ ৫৪ হাজার টাকা।

এর মাধ্যমে খাদ্য মন্ত্রণালয় পাকিস্তান থেকে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে ৩০৪ কোটি ৩৯ লাখ টাকায় ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেয়। প্রতি মেট্রিক টন চালের দাম ধরা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার৷

এদিকে খাদ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতী সেদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ২ লাখ ৫৪ হাজার টাকা। প্রতি মেট্রিক টন চালের দাম ধরা হয়েছে ৪৫৪ দশমিক ১৪ মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।