ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

আ. লীগের নারী কর্মীকে বেঁধে পুলিশে সোপর্দ

সিনি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
আ. লীগের নারী কর্মীকে বেঁধে পুলিশে সোপর্দ সংগৃহীত ছবি।

রাজশাহী: রাজশাহীতে আওয়ামী লীগের এক নারী কর্মীকে বেঁধে রেখে পরে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজশাহীর মহানগরীর কাদিরগঞ্জ আমবাগান এলাকায় রুমানা ইসলাম আঁখি নামের ওই আওয়ামী লীগ কর্মীকে বেঁধে রাখা হয়।

সেখানে মারধর করার পর পুলিশ ডেকে তাকে তুলে দেয় বিক্ষুব্ধ জনতা।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ওই নারীকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর ওই মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গেল ২৪ ঘণ্টায় রাজশাহীতে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।