ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রাবিপ্রবি থেকে সেকশন অফিসার সাবেক ছাত্রলীগ নেতাকে বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
রাবিপ্রবি থেকে সেকশন অফিসার সাবেক ছাত্রলীগ নেতাকে বরখাস্ত মো. রাকিব হোসাইন

রাঙামাটি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে যোগদানের ৭ মাসেও পুলিশ ভেরিফিকেশন পত্র জমা না দেওয়ায় এবং চাকরিতে যোগদানের আগে বিভিন্ন ধরনের অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সেকশন অফিসার (সংস্থাপন-১) মো. রাকিব হোসাইনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ০৫/০২/২০২৫ইং তারিখে স্মারক নম্বর-রাবিপ্রবি/সংস্থাপন-১/নিয়োগ-৬(অনলাইন)/৪৬/২০২০/৫৬ উল্লেখিত এক চিঠির মাধ্যমে রাকিব হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই পত্রে উল্লেখ করা হয়, সূত্র: (১) রাবিপ্রবি/সংস্থাপন/নিয়োগ-৬(অনলাইন)/৪৬/২০২০/৬৭৯, তারিখ: ২৬/০৬/২০২৪ এবং (২) রাবিপ্রবি/সংস্থাপন-১/নিয়োগ-৬(অনলাইন)/৪৬/২০২০/৭১৭, তারিখ: ৩১/০৭/২০২৪ খ্রিষ্টাব্দ।

উপযুক্ত ১ নম্বর সূত্রানুযায়ী আপনার নামে নিয়োগপত্র ইস্যু করা হয়। আপনি ২৭-৬-২০২৪ খ্রিস্টাব্দে সেকশন অফিসার পদে যোগদান পত্র দাখিল করেছেন। ২ নম্বর সূত্রানুযায়ী আপনার যোগদানপত্র এ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।

পুলিশ বিভাগ কর্তৃক অদ্যাবধি আপনার পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়নি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রধারী ক্যাডার/সন্ত্রাসী হিসেবে আপনার নামে সংবাদ প্রকাশিত হয়েছে।

অতীতেও আপনি বিভিন্ন ধরনের অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের সংবাদ কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য নয়। এমতাবস্থায়, আপনাকে আপনার পদ সেকশন অফিসার থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, আমরা ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছি। এই কমিটির কাছ থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, যোগদানের পর পুলিশ ভেরিফিকেশনের জন্য একটি নির্দিষ্ট ফরম পূরণ করে জমা দেওয়ার কথা থাকলেও রাকিব সেক্ষেত্রে কোনো ফরম সংশ্লিষ্টদের কাছ থেকে নেননি এবং জমাও দেননি।

এছাড়াও রাকিবের বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও পেয়েছে বলে রাবিপ্রবির একটি সূত্র জানিয়েছে।

সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী সাবেক এই ছাত্রলীগ নেতা পরে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের গ্রুপে যোগ দেন।

বিগত ২০১৮ সালের ২৯ জুলাই রাতে হাটহাজারী মডেল থানা পুলিশ অস্ত্র ও ডাকাতি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল।  

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।