ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

থানায় নেচে-গেয়ে টিকটক করে ভাইরাল আ.লীগ নেত্রী, পরে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
থানায় নেচে-গেয়ে টিকটক করে ভাইরাল আ.লীগ নেত্রী, পরে গ্রেপ্তার

নাটোর: নাটোরের বড়াইগ্রামে থানা ফটকের সামনে নেচে-গেয়ে টিকটক ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন এক আওয়ামী লীগ নেত্রী।  

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রীর নাম শিউলি খাতুন (৪২)। নাটোর জেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি তিনি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শিউলি খাতুনকে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের সবার অগোচরে ১৭ সেকেন্ডের ভিডিওটি ধারণ করেছিলেন আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন। বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানতে পারি। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শিউলি খাতুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

জানা যায়, সম্প্রতি শিউলি খাতুন থানার ভেতরে মূল ভবনের গেটের সামনে ‘বলি ও দারোগা, পেয়েছি মুখ, তোমার পুলিশ ফেঁসেছে-পরান আমার ভালোবেসেছে’ গানের তালে তালে নেচে টিকটক ভিডিও ধারণ করেন। তবে এ সময় থানায় কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি। পরে সেই ভিডিও তিনি নিজের ফেসবুক আইডিতে প্রচার করেন এবং তা মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।  

এদিকে থানার সামনে এমন ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় বিভিন্ন পর্যায়ের লোকজনের মাঝে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে। অসংখ্য মানুষ ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে ক্ষোভ প্রকাশসহ তাকে গ্রেপ্তারের দাবি জানান। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

এদিকে গ্রেপ্তার হওয়া ভাইরাল আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন জানিয়েছেন, টিকটক করা তার নেশা, সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলেন। তবে এখন বুঝতে পেরেছেন থানার সামনে কাজটি করা তার ঠিক হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের তালাকপ্রাপ্ত স্ত্রী শিউলি খাতুন। ইতঃপূর্বেও তার আরও একাধিক বিয়ে হয়েছিল বলে জানা গেছে। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।