ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

জাতীয়

মোজাম্মেল হকের বাড়িতে মারধরে আহত তরুণের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
মোজাম্মেল হকের বাড়িতে মারধরে আহত তরুণের মৃত্যু

ঢাকা: গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আওয়ামী লীগের ক্যাডারদের হামলায় আহত কাশেম খান (২০) নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

বুধবার (১২ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ।

তিনি বলেন, বিকেল ৩টার দিকে মারা যান তিনি। গত শুক্রবার রাতে গাজীপুরে হামলার শিকার হন কাশেম।  

তার বাড়ি গাজীপুর বোর্ডবাজার দক্ষিণ কলমেশ্বর গ্রামে।  বাবা জামাল হাজী দুই বছর আগে মারা গেছেন। এরপর কাশেমের মা বিয়ে করে অন্যত্র চলে গেছেন।

কাশেমের ভগ্নিপতি সজিব আহমেদ শাহিন বলেন, গাজীপুরে তিনরুমের একটি বাড়ি আছে কাশেমের। পেশায় কিছু করতেন না, বাড়ি ভাড়া দিয়ে চলতেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে এলাকার কিছু লোকজন তাকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে জানতে পারি সাবেক মন্ত্রীর বাসায় হামলার শিকার হয়েছে। সেদিন রাতেই কাশেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজকে মারা গেছেন।

হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের প্রতিনিধিরা জানান, কাশেম শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে রাজপথে সক্রিয় ছিলেন।

ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, কাশেমের শরীরের আঘাত খুবই গুরুতর ছিল। যেদিন তাকে হাসপাতাল আনা হয় সেদিনই তার অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি আইসিইউতে ছিলেন। সেখানেই তিনি মারা যান।

বাংলাদেদশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।