ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা করা হচ্ছে/ ছবি: ডিএইচ বাদল

ঢাকা: সচিবালয়ের সামনে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করতে যান চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বাগ-বিতণ্ডার একপর্যায়ে তাদের পুলিশ লাঠিপেট করে।

আন্দোলনরত পুলিশ সদস্যদের পাল্টা হামলায় আহত হয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনারের (ডিসি) মাসুদ আলম ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হয় চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

সচিবালয়ের সামনে পৌঁছানোর আগে দুই জায়গায় ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। তারা পুলিশের বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সচিবালয়ের সামনে থেকে সরে যেতে বলেন। কিন্তু তারা সরতে রাজি না হলে বাগ-বিতণ্ডা হয়। এর একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থলে জলকামান থাকলেও পুলিশ সেটা ব্যবহার করতে দেখা যায়নি।  

সরেজমিনে দেখা যায়, রমনা বিভাগের ডিসির ঠোঁট ও হাত ফেটে রক্ত বের হচ্ছিল। তাছাড়া শাহবাগ থানার ওসির মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। ঘটনাস্থলেই তারা প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনার সময় এবং পরে চাকরিচ্যুত আন্দোলনকারীদের প্রায় পাঁচজনকে আটক করতে দেখা যায়।

শাহবাগ থানার ইন্সপেক্টর অপারেশন মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, কোনো আহতের বিষয় জানি না। তবে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। আটকের বিষয় পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।