সাভারে অভিযান চালিয়ে প্রায় আট লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। এ সময় পলিথিন বহনকারী কাভার্ড ভ্যানের চালক ও চালকের সহযোগীকে আটক করা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক সওগাতুল আলম। এর আগে সাভারের সালেহপুর ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পলিথিন জব্দ করা হয়।
আটক চালকের নাম মো. শাহাবুল আলম (২৫)। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তার সহযোগী হলেন- পঞ্চগড় জেলার বোদা থানার নন্দপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. আইয়ুব আলী।
হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের সালেহপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পলিথিনবোঝাই কাভার্ডভ্যান আটক করা হয়।
পরে কাভার্ড ভ্যানের ভিতরে থেকে ২৭৫ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৪ দশমিক আট কেজি করে মোট ছয় হাজার ৮২০ কেজি পলিথিন ছিল, যার দাম আনুমানিক আট লাখ টাকা।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক সওগাতুল আলম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় আট লাখ টাকার পলিথিন জব্দ করে দুজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
আরএইচ