ঢাকা: মিটারে সিএনজিচালিত অটোরিকশা না চালানোর দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন যানবাহনটির চালকরা। এ সময় ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দিয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনসের বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে। অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হলো।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর মিরপুর, মাজার রোড, শনির আখড়া, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, রামপুরা, কলেজগেট, আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকরা সড়ক অবরোধ করে।
সড়ক অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়।
অন্যদিকে মিরপুর-১৪ নম্বরে সকাল সাড়ে ৮টার দিকে অবস্থান নেন সিএনজিচালকরা। এ সময় সেনাবাহিনীর সদস্যের অবরোধকারীদের সঙ্গে কথা বললে তারা রাস্তা ছেড়ে দেন। এরপর মিছিল করে মিরপুর-১৩ নম্বর বিআরটিএর মূল ফটক অবস্থান নেন তারা।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, শনির আখড়া ও গোলাপবাগসহ কয়েকটি এলাকায় চালকরা সড়কে অবস্থান নিয়েছেন। ফলে যাত্রাবাড়ী এলাকা হয়ে ঢাকায় কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। ঢাকা থেকে কোনো যানবাহন বের হতেও পারছে না। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, রামপুরা বেটারলাইফ হাসপাতালের সামনে সকাল ৭টার পর থেকেই তারা জড়ো হন। ঘণ্টাখানেক আমরা তাদের আটকে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। এখন রাস্তা পুরোপুরি বন্ধ।
শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম বলেন, কলেজগেট এলাকায় সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের দুপাশের সড়কই বন্ধ করে দিয়েছে সিএনজিচালকরা।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ফোর স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি রোববার বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এমএমআই/আরবি