ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

ঘুমধুম সীমান্ত থেকে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
ঘুমধুম সীমান্ত থেকে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার অবিস্ফোরিত মর্টার শেল

বান্দরবান: নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তুমব্রু সীমান্ত এলাকা থেকে অক্ষত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তুমব্রু বাজার থেকে পুলিশ সদস্যরা মর্টার শেলটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৫টার সময় ঘুমধুম তুমব্রু বাজারে মো. জাহাঙ্গীর (১০) নামে এক শিশু অবিস্ফোরিত একটি মর্টার শেল হাতে নিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে আসে। খবর পেয়ে অবিস্ফোরিত মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেয় পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় টিমকে সংবাদ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।