ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

বিএসএমএমইউতে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের দেওয়া হলো স্মার্টকার্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
বিএসএমএমইউতে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের দেওয়া হলো স্মার্টকার্ড বিএসএমএমইউতে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্মার্টকার্ড দেওয়া হচ্ছে।

ঢাকা: বিএসএমএমইউতে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে স্মার্টকার্ড দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন আহত ছাত্র-জনতার হাতে স্মার্টকার্ড তুলে দেন নির্বাচন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এস এম হুমায়ুন কবীর।

এ সময় বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।  

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই ২০২৪ বিপ্লবে আহত মোট ১৭৪ জনকে স্মার্টকার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিএসএমএমইউতে ৫০ জন, জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ৪৩ জন, ঢাকা মেডিকেলে ১৩ জন, নিটোরে ৬৭ জন ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।