ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ফুলবাহী বাস খাদে

ফরিদপুর: ফরিদপুরে ফুলবাহী একটি বাস খাদে পড়ে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা বিপুল পরিমাণ ফুল নষ্ট হয়ে গেছে।

 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বেনাপোল থেকে ঢাকাগামী সোনালী-লিখন পরিবহনের এই বাসটি মূলত যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন স্থান থেকে যাত্রী পরিবহনের পাশাপাশি বাণিজ্যিকভাবে বিভিন্ন রকম ফুল ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে যায়।  

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা যাওয়ার পথে ফরিদপুর সদর উপজেলার বদরপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের তিন যাত্রী আহত হন। এসময় বাসটিতে যাত্রীর সংখ্যা খুবই কম ছিল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় বাসে থাকা বিপুল পরিমাণ ফুল নষ্ট হয়ে যায়। এই ফুলগুলো ঢাকার বিভিন্ন স্থানে দোকানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।