ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, ফেব্রুয়ারি ২০, ২০২৫
কুলিয়ারচরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা 

কিশোরগঞ্জ: কুলিয়ারচর উপজেলায় উবায়দুল হক পাইলট (৪০) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড-কামালপুর নতুন বাজার সড়কের পশ্চিম তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত উবায়দুল হক পাইলট উপজেলার বাজরা-মাছিমপুর এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাজরা বাসস্ট্যান্ড এলাকার চাল ব্যবসায়ী ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকায় চালের দোকানে ব্যবসা করেন উবায়দুল হক পাইলট।  

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে দোকান থেকে বের হয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পাইলট। পথে বাজরা বাসস্ট্যান্ড-কামালপুর নতুন বাজার সড়কের পশ্চিম তারাকান্দি এলাকায় তার পথরোধ করে গলাকেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে পথচারীরা বিষয়টি দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।