ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

‘রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ফরায়েজি আন্দোলনকে নিবন্ধন দিতে অনুরোধ করা হবে’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
‘রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ফরায়েজি আন্দোলনকে নিবন্ধন দিতে অনুরোধ করা হবে’ 

মাদারীপুর: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশ ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে প্রধান নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে। যেখানে ছোট ছোট দল নিবন্ধন পেয়েছে, সেখানে বাংলাদেশ ফরায়েজি আন্দোলন কেন নিবন্ধন পাবে না?’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর জেলার শিবচরে বৃটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত, ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজি শরীয়তুল্লাহর (রহ.) স্মৃতি বিজড়িত বাহাদুরপুর মাদরাসার ৮০তম বাৎসরিক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় ধর্ম উপদেষ্টা বলেন, ‘সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক হই। ঐক্য গড়ে তুলি, ঐক্যই শান্তি ঐক্যই বল। আমাদের মনটা বড় করি, ছোট মনের মানুষ দিয়ে সমাজের বড় কোনো কাজ করা সম্ভব হয় না। ’

ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ‘ব্রিটিশ আমলে ব্রিটিশ শাসকরা শ্রমিকদের ওপর অত্যাচার করত। তাদের কাছ থেকে কম দামে সব কিছু কিনে নিত। কৃষকদের ওপর জুলুম করত। জোড় করে কাজ করাত। কৃষকরা তাদের নায্য মজুরিও পেত না। তার প্রতিবাদ শুরু হয়েছিল মাদারীপুর থেকে। হাজি শরিয়তুল্লাহ এর প্রতিবাদ করেছেন। তিনিই দেশের প্রথম মুক্তিযোদ্ধা বলেও দাবি করেন ধর্ম উপদেষ্টা। আগামীতে বইপুস্তকে হাজি শরিয়তুল্লাহর জীবনী ও সমাজ সংস্কারে তার অবদান তুলে ধরা হবে।

এসময় বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের সভাপতি বাহাদুরপুর পীর মঞ্জিলের বর্তমান পীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ও জেলা-উপজেলা ফরায়েজি আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।